বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে মাইজদী শহরে বিশাল এ প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে এক সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব।
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুর সভাপতিত্বে আবু হাসান মোহাম্মদ নোমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপি সভাপতি সলিম উল্যা বাহার হিরন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভা বিএনপি সভাপতি আবু নাছের, নোয়াখালী পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক সাহ্ জাফর উল্যা রাশেল, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি জসিন উদ্দিন, নোয়াখালী জেলা বিএনপি সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, নোয়াখালী জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমুখ।
মন্তব্য করুন