আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

দারিদ্র্যবিমোচন, বেকারত্বমুক্ত ও শিক্ষাবান্ধব আক্কেলপুর গড়তে চাই : হুইপ স্বপন

নির্বাচনী প্রচারণায় জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি : কালবেলা
নির্বাচনী প্রচারণায় জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আক্কেলপুরের মেজর সমস্যাগুলো সমাধান করেছি। এখন আগামীতে এলাকায় শিক্ষার মান বাড়ানো, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্যবিমোচন, বিনোদনসহ মানুষের কল্যাণের জন্য আগামী পাঁচ বছরের মধ্যেই কাজ করব।

তিনি বলেন, আমার আরও একটি স্বপ্ন ২০২৭ সালের মধ্যে একটি দারিদ্র্যবিমোচন, বেকারত্ব মুক্ত, শান্তিময়, শিক্ষাবান্ধব জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল)-কে গড়ে তুলতে চাই। এই আসনে বিগত দিনে অনেকেই এমপি ছিলেন। তারা যে পরিমাণ উন্নয়ন করেছেন, তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। উন্নয়নে বিপ্লবিক পরিবর্তন হয়েছে নৌকার জন্যই। যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই দেশ এগিয়ে গেছে। বিগত কোনো সরকারের আমলেই এমন উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তা সবই দৃশ্যমান। এ ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) আক্কেলপুর পুরাতন বাজার এলাকায় সন্ধ্যা ৭টায় নির্বাচনী প্রচারকালে এক পথসভায় আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব কথা বলেন। তিনি বলেন, নৌকা স্বাধীনতা এনেছে, নৌকা মানে মুক্তিযুদ্ধ, নৌকা মানেই শান্তি, নৌকা মানেই উন্নয়ন। নৌকাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। যে পরিবর্তন অন্য কোনো দলের পক্ষে সম্ভব না। বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি এই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। সেই সাথে আগামী ৭ জানুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে একেকটি করে আমাকে দয়া করে নৌকায় ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে অনুরোধ করেন।

হুইপ স্বপন আরও বলেন, এখানে অনেক সাংবাদিক বন্ধু আছেন, এর আগে সাংবাদিক সম্মেলন করেও বলেছি, আবারও বলছি, গতকাল আক্কেলপুর উপজেলার রায়কালি ইউনিয়নে নৌকা প্রতীকের ২টি নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত ও সজাগ থাকার জন্য আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, বন ও পরিবেশ সম্পাদক ওমপ্রকাশ আগরওয়ালা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত সেই মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন বাংলাদেশের

ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে

সিরিয়ার আলেপ্পো ছেড়ে যাচ্ছেন কুর্দি যোদ্ধারা

দক্ষিণ ইয়েমেনের সব বাহিনী সৌদি জোটের অধীনে

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেল বাংলাদেশি কিশোরীর

আর্জেন্টিনার বিশ্বকাপ দল প্রস্তুত, মেসিকে নিয়ে যা জানালেন কোচ

খুলনায় আবারও যুবককে গুলি করে হত্যা

গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে

পরিত্যক্ত খামার থেকে রাশিদুলের মাথার খুলি ও হাড় উদ্ধার

১০

ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

১১

আগুনে পুড়ল ৬ ঘর

১২

আ.লীগ নেতা এখন জামায়াত ইসলামীর ওয়ার্ড আমির

১৩

অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মার্টিন

১৪

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর

১৫

বাংলাদেশের দেয়া চিঠির জবাব কবে দিচ্ছে আইসিসি, জানাল বিসিবি

১৬

বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৭

বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসির বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়

১৮

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X