ইমরান খান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রিসাইডিং অফিসার

প্রিসাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম (ডানে) ও সহকারী প্রিসাইডিং অফিসার মো. আলতাফ হোসেন লাবু (বায়ে)। ছবি : সংগৃহীত
প্রিসাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম (ডানে) ও সহকারী প্রিসাইডিং অফিসার মো. আলতাফ হোসেন লাবু (বায়ে)। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাইয়ে নৌকার প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে দুজন প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে।

মঙ্গলবার (২ জানুয়ারি) এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত প্রিসাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম ধামরাই উপজেলার নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল। অপরজন সহকারী প্রিসাইডিং অফিসার মো. আলতাফ হোসেন লাবু হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

লিখিত অভিযোগে বলা হয়, মো. আলতাফ হোসেন লাবু ও মো. জাহাঙ্গীর আলম দুজনই সরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হওয়া সত্ত্বেও নিয়মিত বেনজির আহমদের সঙ্গে সরাসরি নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। ঘরে ঘরে ভোট প্রার্থনা করছেন। যা সম্পূর্ণ নির্বাচনী বিধি পরিপন্থি। অতএব, নির্বাচনি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

গত মঙ্গলবার ও শুক্রবার নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন মো. জাহাঙ্গীর আলম ও মো. আলতাফ হোসেন লাবু। নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ছবিতে প্রিসাইডিং অফিসার দুজনের হাতে নৌকার লিফলেট দেখা যায়।

হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলতাফ হোসেন লাবু বলেন, আমি কোনো প্রচারণায় যায়নি। আমার বাড়ির পাশে পরিচিত লোকজন আসছিলেন ভোট চাইতে। তখন আমার পরিচিতরা আমাকে ডেকে হাতে লিফলেট দিয়ে বলছে ভোট চান। তখনই আবার সাথে সাথে অনেকেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে।

নবযুগ কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি প্রিসাইডিং অফিসারের দায়িত্বের চিঠি পেয়েছি আজকে। এর চার দিন আগে থেকে আমাদের ট্রেনিং করানো হয়েছে। ট্রেনিংয়ের আগে গিয়েছিলাম নৌকার প্রচারণায়। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পাওয়ার পর আর যাইনি। এর পরও যদি আমার প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয় আমার কোনো সমস্যা নাই।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এ বিষয়ে দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তারা নির্বাচনী কোনো প্রচারণা করতে পারেন না। তারা যদি সরকারিভাবে বেতন পেয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবার কবর জিয়ারত শেষে মনোনয়নপত্র জমা দিলেন কায়কোবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

হাদির সেই আসনে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিপাকে কৃতি খারবান্দা

সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাবা-ছেলে

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকারসহ ৪ জনের নিয়োগ বাতিল

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তারেক রহমান 

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

দেশে চলমান শৈত্যপ্রবাহ কতদিন থাকবে জানালেন আবহাওয়া গবেষক 

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হামিম 

১০

ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিন

১১

এনসিপি নেত্রী নাবিলাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

১২

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে একজোট হওয়ার আহ্বান হাবিবের

১৩

উদার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান : ডা. তৌহিদুর

১৪

ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র জমা

১৫

জার্নালিজম ভর্তিচ্ছুদের জন্য এসইউবির ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট ২০২৬’

১৬

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

১৭

নির্বাচনে অংশ নেবেন না আনোয়ার হোসেন মঞ্জু

১৮

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ

১৯

জকসু নির্বাচন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

২০
X