রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ জুন) দুপুর ১২টার দিকে বাঘা পৌরসভার হযরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী (টিয়াপাখি) ও বানিয়াপাড়া গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে জাকিরুল ইসলাম চয়ন (২০), তার বন্ধু একই গ্রামের আনছার আলীর ছেলে রাসেল (২৫) ও হাসেম আলীর ছেলে হাসান আলী (২৪)।
অপরদিকে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হোসেন আলী (২১) নামে একজনকে আটক করা হয়। সিল মারা ব্যালট পেপার হাতে নিয়ে সেলফি তোলার অভিযোগে তাকে আটক করা হয়। হোসেন আলী চাঁদপুর গ্রামের পিপলু হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুল জলিল।
জানা গেছে, সিল দেওয়া ব্যালট পেপার হাতে নিয়ে প্রকাশ্যে এসে ভোটের কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে আটককৃত জাকিরুল ইসলাম চয়নসহ দুই বন্ধু হুমকি দেয়। পরে কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে। এর আগে তিনি ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে প্রবেশ করে সিল দেন। সিল দেওয়া শেষে তিনি দুইটা ব্যালট পেপার বাক্সে ফেলে পুরুষ ভাইস চেয়ারম্যানের একটি ব্যালট পেপার হাতে নিয়ে বাইরে এসে ভোটের কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকি দেন।
বাঘা হযরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আফরোজা খানম বলেন, বিষয়টি কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবগত করা হলে তাদের আটক করে।
মন্তব্য করুন