আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে একই ইউনিয়নে নৌকার দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন

জয়পুরহাট-২ আসনে আগুনে পুড়িয়ে যাওয়া নির্বাচনী ক্যাম্প। ছবি : কালবেলা
জয়পুরহাট-২ আসনে আগুনে পুড়িয়ে যাওয়া নির্বাচনী ক্যাম্প। ছবি : কালবেলা

জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের দুটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টায় দিকে জয়পুরহাট-২ আসনের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁপাড়া মোড় ও শৃগালদিঘি গ্রামের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে রাতেই আগুনে পুড়িয়ে দেওয়া দুটি নির্বাচনী ক্যাম্প পরির্দশন করেছে থানা পুলিশ।

জানতে চাইল আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন মঙ্গলবার (২ জানুয়ারি) কালবেলাকে বলেন, সোমবার রাতে উপজেলার রায়কালি ইউনিয়নে নৌকা প্রতীকের ২টি নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। প্রশাসন আগুনে পুড়িয়ে দেওয়া দুটি নির্বাচনী ক্যাম্প পরির্দশন করেছে। আমরা খতিয়ে দেখছি। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে।

রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ইউনিয়নের খাঁপাড়া মোড় ও শৃগালদিঘি গ্রামে নৌকার দুটি নির্বাচনী ক্যাম্প ছিল। সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টায় দিকে ওই দুটি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে। থানা পুলিশকে ঘটনাটি জানানো হলে। পুলিশ রাতেই দুটি ঘটনাস্থল পরির্দশন করেছে। পুলিশ খাঁপাড়া নির্বাচনী ক্যাম্প থেকে একটি ম্যানিব্যাগ পেয়েছে। সেই ম্যানিবাগে একজনের ছবি রয়েছে। ছবিটি খাঁ পাড়া গ্রামের বুলবুল (৩২) নামক এক যুবকের। দুটি নির্বাচনী ক্যাম্পের পোস্টার, কাপড় ও বিছানা পুড়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, রায়কালী ইউনিয়ে আধা কিলোমিটার দূরত্বে নৌকা প্রতীকের দুটি নির্বাচনী ক্যাম্প পুড়েছে। পুলিশ একটি ক্যাম্প থেকে ম্যানিব্যাগ জব্দ করেছে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় মামলা দায়ের করেননি।

জব্দকৃত ম্যানিব্যাগে ছবি, বিষয়টি জানতে চাইলে ওসি কালবেলাকে বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি।

তবে এ নিউজ লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি শাহিনুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

রাজধানীতে আজ কোথায় কী

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১০

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

১১

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

১২

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৩

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

১৪

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

১৫

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

১৬

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

১৭

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

১৮

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

১৯

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

২০
X