কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচনী ট্রেন কারও জন্য বসে থাকবে না। আগামী ৭ তারিখ ব্যালটের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে। নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নির্বাচনী জনসভায় এ কথা বলেছেন। তিনি আরও বলেন, যারা ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্র উন্নয়নের জোয়ারে ভেসে যাবে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নরসিংদীর বেলাব পাইলট মর্ডান মডেল হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী এ সমাবেশ হয়।
বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান খাঁন সভাপতিত্ব করেন। নরসিংদী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মিরাজ মাহমুদ মেরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা মনোনীত প্রার্থী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন।
মন্তব্য করুন