দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের নৌকার মাঝি শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে গোপালগঞ্জ পৌর মাঠ প্রাঙ্গণে নির্বাচনী সমাবেশ হয়েছে। এতে অংশ নিয়ে তিনি বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তাই তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এ সমাবেশ হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের জন্য দেশবিরোধী চক্রান্ত করছে। ওরা গণতন্ত্রের নামে ট্রেনে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার দল, ওরা পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যাকারীর দল, ওদের বাংলার জনগণ আর কখনই ক্ষমতায় দেখতে চায় না। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেবেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষ সুখ-শান্তিতে বসবাস করতে পারবে এবং স্মার্ট দেশে পরিণত হবে।
জনসভায় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলে ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খাঁন, সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম, পৌর মেয়র শেখ রকিব হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির প্রমুখ।
মন্তব্য করুন