আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা-৫ আসনে জোরালো প্রতিদ্বন্দ্বিতার মুখে আ.লীগের চার নেতা

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে অংশ নেওয়া প্রার্থীরা। ছবি : সংগৃহীত
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে অংশ নেওয়া প্রার্থীরা। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান। অপর দিকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত তিন হেভিওয়েট নেতাও স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচনে অংশ নিয়েছেন। ফলে এ আসনে নির্বাচনের মাঠে জোরালো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি রয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ আওয়ামীপন্থি স্বতন্ত্র প্রার্থীরা।

জানা গেছে, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ২৪ প্রার্থী দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে এদের মধ্য থেকে এই আসনের বর্তমান সাংসদ অ্যাডভোকেট আবুল হাসেম খানকে আবারও নৌকা প্রতীকে চূড়ান্ত মনোনয়ন দেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আসন্ন নির্বাচনকে উৎসবমুখর করার লক্ষ্যে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ায় অন্যান্য আসনের মতো এই আসনেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। এতে আওয়ামী লীগের চার নেতার মধ্যে হচ্ছে জোরালো প্রতিদ্বন্দ্বিতা।

স্বতন্ত্র থেকে এই আসনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ফুলকপি প্রতীকে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু জাহের কেটলি প্রতীকে ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে পুরোদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। এতে আওয়ামী লীগপন্থি তিন স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পড়েছেন জোরালো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি। তবে সম্প্রতি এই আসনের আওয়ামী লীগপন্থী আরেক স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরী নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এ ছাড়াও এই আসনে স্বতন্ত্র থেকে ঈগল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একতারা প্রতীক নিয়ে লড়ছেন দলটির নির্বাহী মহাসচিব বাকী বিল্লাহ আল আযহারী ও গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে লড়ছেন আলীমূল এহসান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, অন্যান্য দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে এতে আওয়ামী লীগপন্থি তিন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পড়েছেন জোরালো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি। এতে আওয়ামী লীগের ভোট চার ভাগে বিভক্ত হবে বলেও জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট 

আ.লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার

নিউজিল্যান্ড ম্যাচের আগে সুখবর পেল বাংলাদেশ

ক্যাবরেরা নিয়ে সমালোচনার ঝড়, বাফুফে সভাপতির সংযত প্রতিক্রিয়া

বিয়ে করে বিপাকে সারা খান

বন্ধ হলো শরৎ উৎসব

‘আয়নাঘর’ ফেরত সাভারের তিন ভুক্তভোগী যাচ্ছেন ট্রাইব্যুনালে

পীরগাছায় এক মাসে ১২ ট্রান্সফরমার চুরি, ক্ষতি ১০ লাখ টাকা

নিজের সাফাই গেয়ে যা বললেন ক্যাবরেরা

ট্রাম্পের নোবেল ভাগ্য নির্ধারণ করছেন কারা?

১০

রাজধানীতে বজ্রসহ বৃষ্টি আভাস, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

১১

সমন্বিত ৯ ব্যাংকে ১০১৭ পদে চাকরির সুযোগ, আবেদনে লাগবে যেসব যোগ্যতা

১২

আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৩

শাকিবের জন্যই ভারতীয় সিনেমা ছাড়লেন তিশা

১৪

ফিলিপাইনে ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় সুনামি শুরু

১৫

মাছ ধরতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত

১৬

স্বর্ণ ও রুপা আজ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন

১৭

টুইঙ্কেল আমার সঙ্গে কাজ করতে চাইত না: অক্ষয়

১৮

ফোন ভালো রাখতে কতদিন পরপর রিস্টার্ট করবেন, জেনে নিন

১৯

ভাঙা সড়কে মাছ ছাড়লেন হাসনাত আব্দুল্লাহ

২০
X