শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ

রাজশাহী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
রাজশাহী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

রাজশাহী-৪ (বাগমারা) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে বিভিন্ন ইউনিয়ন থেকে ভোটারদের একটি নির্দিষ্ট জায়গায় ডেকে নিয়ে মিটিং করার নামে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল থেকে স্বতন্ত্র প্রার্থী এনামুলের নিয়ন্ত্রণাধীন বাগমারার মাড়িয়া ইউনিয়নের শিকদারীতে অবস্থিত সালেহা ইমারত কোল্ড স্টোরেজে এই টাকা বিতরণ করা হয়। এমন অভিযোগ তুলে আসনটিতে নৌকার প্রার্থী অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জালাল উদ্দীন বাগমারার সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক এর সালেহা ইমারত কোল্ড স্টোরেজে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের গণবিজ্ঞপ্তির নির্দেশনা অমান্য করে একটি মিটিং (অনুষ্ঠান) আহ্বানের মাধ্যমে তার সমর্থিত শত শত নেতাকর্মী ও সমর্থকদের জমায়েত করেছেন। সেই মিটিংয়ে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সাধারণ ভোটারদের ভোট কেনার জন্য ব্যাপক অর্থ দেওয়া হচ্ছে এবং সেই মিটিংয়ের কার্যক্রম চলমানও রয়েছে। কাঁচি প্রতীকের এই ধরনের মিটিং আহ্বান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার গত ৩ জানুয়ারি তারিখের গণবিজ্ঞপ্তি আদেশ ও নির্দেশনার পরিপন্থি। অভিযোগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রিটার্নিং কর্মকর্তার গণবিজ্ঞপ্তির আদেশ অমান্য করায় কাঁচি প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে কাঁচি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জমায়েতের মাধ্যমে কাঁচি প্রতীকের প্রার্থী ভোটারদের মাঝে অর্থ বিলি করছে। আমরা কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, এরইমধ্যে এনামুলের ভাড়া করা সন্ত্রাসীরা এলাকার ২-৩টি স্কুলে আগুন দিয়ে কক্ষ পুড়িয়ে দিয়েছে। ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করতে ককটেল ফেলে রেখে যাচ্ছে। তার উদ্দেশ্য হচ্ছে কিছু একটা ঘটিয়ে নির্বাচন বানচাল করা। কিন্তু কাঁচি প্রতীকের প্রার্থীর এই হীন প্রচেষ্টা ও উদ্দেশ্য সফল হবে না। কেননা, মাঠে শক্ত অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। প্রশাসনই এর সমুচিত জবাব দিবে।

জানতে চাইলে রাজশাহী জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়ে শুক্রবার সকালে বাগমারার ইউএনও, এসিল্যান্ড এবং দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়েছিল। তবে ভোটারদের মাঝে টাকা দেওয়ার প্রমাণ হাতেনাতে পাওয়া যায়নি। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বলেছে যে, তারা সেখানে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু এখন তো সেই প্রশিক্ষণেরও সুযোগ নেই। কেননা, গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে নির্বাচনের সকল ধরনের প্রচার বন্ধ। আমাদের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের সেই মিটিং তাৎক্ষণিক বন্ধ করে দিয়েছি। তবে আমরা যদি টাকা দেওয়ার কোনো প্রমাণ পাই তবে সঙ্গে সঙ্গে জেল হয়ে যাবে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১০

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১১

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১২

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৩

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৪

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৫

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৬

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৭

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৮

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৯

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

২০
X