দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ৮৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯৯টি ঝুঁকিপূর্ণ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দিনাজপুরের ৬টি আসনে ৮৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ২৩১টি কেন্দ্রকে সাধারণ (ঝুঁকিহীন) হিসেবে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী ভোট গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছে।

৬টি আসনে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সেনা, বিজিবি, র‌্যাব-পুলিশ-আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়াও নির্বাহী ও জুডিশিয়াল মিলে ৪৯ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে মাঠে রয়েছেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট পরিচালনার জন্য। এরই মধ্যে সেনাবাহিনীর সাত টিমের বিপুলসংখ্যক সেনাসদস্য ও ৩৩ প্লাটুন বিজিবি, ১৫টি টহল গাড়িতে ১০৫ জন র‌্যাব সদস্য ও ৯ হাজার ৯৬০ জন আনসার সদস্য ভোটকেন্দ্রে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৬টি টিমে ১৩৬ জন আনসার সদস্য এবং ২ হাজার পুলিশ সদস্য মাঠে রয়েছেন বলে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও আসনার ভিডিপির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দিনাজপুর জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ছয়টি আসনে ২৫ লাখ ৯ হাজার ৩৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১২ লাখ ৫৬ হাজার ৭৩৬ জন পুরুষ ও ১২ লাখ ৫২ হাজার ৬৩৫ জন মহিলা ভোটার । ভোট সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে ছয়টি আসনে ৮৩০টি কেন্দ্রে ৫ হাজার ৬৬১টি ভোট কক্ষ করা হয়েছে।

এদিকে ডিএসবি সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার ৬টি আসনে ৮৩০টি কেন্দ্রের মধ্যে ৫৯৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ২৩১টি সাধারণ (ঝুঁকিহীন) হিসেবে তালিকা করা হয়েছে।

এর মধ্যে দিনাজপুর-১ আসনের বীরগঞ্জ উপজেলায় ৮০টি কেন্দ্রের মধ্যে ৬৮টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ১২টি সাধারণ (ঝুঁকিহীন)। কাহারোল উপজেলায় ৪৩টি কেন্দ্রের মধ্যে ২৫টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ১৮টি সাধারণ (ঝুঁকিহীন)।

দিনাজপুর-২ আসনের বিরল উপজেলায় ৭০টি কেন্দ্রের মধ্যে ৪৪টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ২৬টি সাধারণ (ঝুঁকিহীন)। বোচাগঞ্জ উপজেলায় ৪৩টি কেন্দ্রের মধ্যে ২৭টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ১৬টি সাধারণ (ঝুঁকিহীন)।

দিনাজপুর-৩ আসনের সদর উপজেলায় ১৩০টি কেন্দ্রের মধ্যে ১০৮টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ২২টি সাধারণ (ঝুঁকিহীন)।

দিনাজপুর-৪ আসনের চিরিরবন্দর উপজেলায় ৭৮টি কেন্দ্রের সবই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। খানসামা উপজেলায় ৫২টি কেন্দ্রের মধ্যে ৩৪টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ১৮টি সাধারণ (ঝুঁকিহীন)।

দিনাজপুর-৫ আসনের পার্বতীপুর উপজেলায় ৮৮টি কেন্দ্রের মধ্যে ৪৩টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ৪৫টি সাধারণ (ঝুঁকিহীন)। ফুলবাড়ী উপজেলায় ৫২টি কেন্দ্রের মধ্যে ৫০টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ২টি সাধারণ (ঝুঁকিহীন)।

দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলায় ৬০টি কেন্দ্রের মধ্যে ৩১টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ২৯টি সাধারণ (ঝুঁকিহীন)। নবাবগঞ্জ উপজেলায় ৭৩টি কেন্দ্রের মধ্যে ৪৯টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ২৪টি সাধারণ (ঝুঁকিহীন)। হাকিমপুর উপজেলায় ২৫টি কেন্দ্রের মধ্যে ২৪টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ১টি সাধারণ (ঝুঁকিহীন)। ঘোড়াঘাট উপজেলায় ৩৬টি কেন্দ্রের মধ্যে ১৮টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ১৮টি সাধারণ (ঝুঁকিহীন) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে : ঢাকা জেলা প্রশাসক

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

ধানমন্ডিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা

ছুটি শেষে রাকসুর প্রচার শুরু, রয়ে গেছে শঙ্কা

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন : নাহিদ

নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে : মঞ্জু

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

১১

তাহিরপুরে বালু মহালের জায়গা নির্ধারণ করে দিল প্রশাসন

১২

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

১৩

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

১৪

সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ

১৫

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি শিক্ষকদের

১৬

পে-কমিশনের সভায় দাবি উত্থাপিত না হওয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের ক্ষোভ

১৭

জাল টাকায় ফোন কিনে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

১৮

কোরআন অবমাননা ইস্যুতে হেফাজতের লংমার্চের হুঁশিয়ারি

১৯

দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো টেকনোর পোভা ফাইভজি সিরিজ

২০
X