হরতালের সমর্থনে গাইবান্ধার পলাশবাড়ীতে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে পৌর বিএনপির সাংঠনিক সম্পাদক আব্দুল মোতাল্লিব সরকার বকুলের নেতৃত্বে পৌর শহরের গ্রামীণ ব্যাংক মোড় এলাকায় মিছিল বের করে নেতাকর্মীরা। পরে মিছিল থেকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে ওষুধ সরবরাহকারী একটি কাভার্ডভ্যান ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মুহাম্মদ সাজ্জাদ জানান, মিছিল ও গাড়ি ভাঙচুরের ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন