দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুরে রাত ৩টায় ব্যালট পেপার বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) রাত ৩টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে উপজেলার ৫৩টি ভোটকেন্দ্রে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের হাতে ব্যালট বুঝিয়ে দেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বলেন, এ উপজেলার কেন্দ্রগুলোর জন্য নির্দিষ্ট সময়ে ব্যালট সংরক্ষণ করে রাখার স্থান থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমটি পর্যেবক্ষণের জন্য স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতির মাধ্যমে ব্যালট বিতরণ করা হয়।
মন্তব্য করুন