পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে আওয়ামী লীগের প্রার্থী শ ম রেজাউল করিম দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী একে এম এ আউয়াল।
শ.ম রেজাউল করিম ১৬ হাজার ৩০৭ ভোটের ব্যবধানে বিজয়ের মুকুট পড়েন। নৌকা প্রতীকের প্রার্থী শ ম রেজাউল করিম পেয়েছেন এক লাখ ৮৫ হাজার ৪১০ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।
পিরোজপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান রোববার মধ্যরাতে জেলা প্রশাসকের কন্ট্রোল রুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
তাঁর বিজয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে শান্তির সু-বাতাস বইছে।
মন্তব্য করুন