সিরাজগঞ্জের তাড়াশে নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) বিকাল ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুরিয়া খানপাড়া এলাকার ৮ নং ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড়বেলাই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. সাইদুর রহমান (৩৫)। নিহত মধ্য বয়সী এক নারী যাত্রীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ রোড থেকে মালবাহী নসিমনটি বনপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় কাছিকাটা থেকে মান্নান নগর দিকে আসা একটি অটোরিকশার সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হয়। এ সময় ইঞ্জিনচালিত নসিমন ফেলে চালক পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, তাড়াশ থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) এম এ ওয়াদুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অটোরিকশাচালক সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাতনামা নারী যাত্রীর নাম পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন