স্বৈরাচারবিরোধী ’৯০-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শরণখোলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি, বাদলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগসহ জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় পূর্বমাথায় বাদলের নিজ বাড়ির মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ মনিরুজ্জামান বাদলের জামাতা এইচ এম বদিউজ্জামান সোহাগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন বাদলের সহধর্মিণী শামিম আরা বাদল, প্রবীণ আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাইফুল ইসলাম খোকন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শেখ প্রমুখ। সভা শেষে মনিরুজ্জামান বাদলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
১৯৯২ সালের ৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যায়ের টিএসসি চত্বরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালীন সময় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মঞ্চ থেকে ডেকে নিয়ে শামসুন্নাহার হলের পাশে আততায়ীরা গুলি করে হত্যা করে। এরপর থেকে প্রতিবছর কেন্দ্রীয় ছাত্রলীগের পাশাপাশি শরণখোলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মন্তব্য করুন