

বাগেরহাটের শরণখোলায় চা খেতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হাওলাদার (২৫) রতিয়া রাজাপুর গ্রামের ইউনূস হাওলাদারের ছেলে।
নিহতের বাবা ইউনূস হাওলাদার বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাব্বির চা খেতে দোকানে যায়। পরে আর ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাইনি। পরে সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে জুতা দেখে পুকুরে নেমে খোঁজা করা হলে সাব্বিরের মরদেহ পাওয়া যায়।
পূর্ব শত্রুতার কারণে ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন সাব্বিরের বাবা। তিনি অপরাধীদের শনাক্ত করে বিচারের দাবি জানান।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামিরুন হক বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে প্রকৃত কারণ জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবো।
মন্তব্য করুন