ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে আগুন

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতির বাড়িতে আগুন। ছবি : কালবেলা
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতির বাড়িতে আগুন। ছবি : কালবেলা

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ তালুকদারের বসতবাড়ি (চৌচালা টিনের ঘর) আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৮ জানুয়ারী) রাত আনুমানিক ১২টার দিকে ইউনিয়নের মালোয়ার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরিফ ওই এলাকার বীরমুক্তিযোদ্ধা মৃত মোসলেম উদ্দিন তালুকদারের ছেলে। অগ্নিকাণ্ডের পরই কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন প্রতিবেশীরা।

তারা ধারণা করছেন দাহ্য পদার্থ দিয়ে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। এ ঘটনা নির্বাচন পরবর্তী সহিংসতা হতে পারে বলেও ধারণা করছে প্রতিবেশীরা।

প্রতিবেশী রাশেদুল ইসলাম তানসেন জানান, সোমবার রাত আনুমানিক ১২টার দিকে আরিফ তালুকদারের বসতঘরে আগুন দেখে তাদের পাশের ঘরের লোকজন চিৎকার করলে আমরা ছুটে যাই। পরে আমারা গিয়ে আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা কিছুই করতে পারিনি। আগুনের তীব্রতা দেখে মনে হচ্ছে কেউ পেট্রল ব্যবহার করে আগুন লাগিয়ে দিয়েছে। এ সময় তাদের ঘরে কোনো লোকজন ছিল না।

নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান জানান, আমাদের অগ্নিকাণ্ডের খবর দেওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো ঘর পুড়ে গেছে। আগে খবর দিলে হয়তো কিছুটা হলেও রক্ষা করা যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা। বাকিটা তদন্তের পরে জানা যাবে।

ক্ষতিগ্রস্ত আরিফ তালুকদার মোবাইল ফোনে বলেন, আমি বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গত কয়েকমাস ধরে বাড়িতে থাকি না। ঘটনার সময় আমার পরিবারের কেউ বাসায় ছিল না। আগুন কীভাবে লেগেছে জানি না, তবে প্রতিবেশীরা আমাকে জানিয়েছে আগুন লাগার পরে তারা কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে। আগুনে আমার ঘরের মূল্যবান আসবাবপত্র সব পুড়ে গেছে। এতে নগদ অর্থসহ প্রায় পাঁচ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নলছিটি থানা ওসি মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। যথাযথ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশর বেশি

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

১০

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম 

১১

ঢাকায় ভূমিকম্পে নিহত রাফির দাফন হবে বগুড়ায় 

১২

শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

১৩

ট্রেনে অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী গ্রেপ্তার

১৪

শরীয়তপুরকে হিংসা-সন্ত্রাসমুক্ত করতে পাঠিয়েছেন তারেক রহমান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

পুরান ঢাকায় নিহত ৩ জনের পরিচয় জানা গেল

১৬

ভূমিকম্পে রাবির হলে ফাটল, শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত

১৭

ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : ডা. জাহিদ

১৮

২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

১৯

পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

২০
X