ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম তপন কুমার রায় (৫৮)। সে মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা গ্রামের মৃত গোকুল চন্দ্র রায়ের ছেলে। তপন পেশায় মোটরসাইকেল ম্যাকানিক ছিলেন।
বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় চিনিকল সড়ক মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় মোটরসাইকেল ম্যাকানিক তপন কুমার রায় ইজিবাইকযোগে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে ইট বোঝাই ৫ চাকার ট্রাক ধাক্কা দিলে ইজিবাইক থেকে তিনি ছিটকে পরে যান। এ সময় চলন্ত ইটবোঝাই ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন দ্রুত মধুখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি করিমপুর হাইওয়ে থানার এসআই ইমতিয়াজ উদ্দিন নিশ্চিত করেন। তিনি বলেন, ইটবোঝাই ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করেছে । তবে চালক পলাতক।
মন্তব্য করুন