চুয়াডাঙ্গায় ও নওগাঁর বদলগাছিতে দেশের সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগার এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (১০ জানুয়ারি) সকালে জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য জানান।
রকিবুল হাসান জানান, গত কয়েকদিন ধরে জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে থাকলেও হঠাৎ বুধবার নেমে যায়। সকাল ৯টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা জেলা ও দেশে সর্বনিম্ন। এছাড়া নওগাঁর বদলগাছিতেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পৌষের শেষে আবহাওয়ার এ পরিস্থিতি অব্যাহত থাকবে।
এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় শীত জেঁকে বসেছে দেশের দক্ষিণ-পশ্চিমের এ জেলায়। ভোর থেকে কুয়াশার চাদরে মোড়ানো থাকছে চুয়াডাঙ্গার প্রকৃতি।
তীব্র শীতে কষ্ট বাড়ছে জেলার খেটে খাওয়া মানুষের। কুয়াশা আর শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে জীবন-জীবিকার তাগিদে। ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন জেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। তবে চাহিদার তুলনায় তা অপর্যাপ্ত।
মন্তব্য করুন