কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে দাউদকান্দি বিশ্ব রোড এলাকায় কেন্দ্রীয় ঈদগার সামনে এ হামলা হয়। তরিকুল ইসলাম নয়ন দাউদকান্দি মডেল মসজিদে নামাজের পর মায়ের কবর জিয়ারত করে বাসায় ফিরছিলেন।
জানা গেছে, তরিকুল ইসলাম নয়ন হেঁটে আসছিলেন। এ সময় ৪ থেকে ৫ যুবক তাকে কিল, ঘুষি ও লাথি মারেন। পরে তিনি হেঁটে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান।
এ বিষয়ে তরিকুল ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, জুমার নামাজ পড়তে আমি দাউদকান্দি মডেল মসজিদে যাই। আমি নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করে বাসায় ফেরার পথে আমার ওপর হামলা হয়। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সিকদার বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে কে বা কারা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা করেছে। এ ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত নন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, এ ঘটনা সম্পর্কে আমি শুনেছি। এটি নিন্দনীয় ঘটনা, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বা কেন করেছে সেটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।
মন্তব্য করুন