রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লীর ১৫শ অসহায় নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়া পূর্বপাড়ার অসহায় নারীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় তীব্র শীতে অসহায় নারীরা কম্বল পেয়ে আনন্দ প্রকাশ এবং আয়োজক প্রতিষ্ঠান উত্তরণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
পল্লীর বয়স্ক নারী আমেনা বেগম বলেন, এ বছর শীতে খুব কষ্ট হচ্ছে। তবে কম্বল পেয়ে খুব ভালো লাগছে। আমার মতো অনেক নারী কম্বল পেয়েছে। এর আগেও তারা বিভিন্ন সময়ে আমাদের সহযোগিতা করেছেন। অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার কাজী নুসরাত আদিব লুনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৌলতদিয়া অসহায় নারী ঐক্যের সভানেত্রী ঝুমুর বেগম, গোয়ালন্দ থানার ওসি প্রানবন্ধু বিশ্বাস, উত্তরণ ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের সদস্য কেএম মাহফিজুর রহমান প্রিন্স প্রমুখ।
মন্তব্য করুন