ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৩:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ৩২ কারখানা শ্রমিক

ময়মনসিংহ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
ময়মনসিংহ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় কালার মাস্টার (এসকিউ গ্রুপ) নামের একটি কারখানায় কর্মরত অবস্থায় হঠাৎ ৩২ জন শ্রমিক অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে পাশের শ্রীপুরের মাওনা আল হেরা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা ছাড়া শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে রিফাত হাসান (৩০) ও বুধবার (১০ জানুয়ারি) দুপুরে নারগিস আক্তার (৪৫) নামে দুই শ্রমিক মারা যান।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত কালার মাস্টার (এসকিউ গ্রুপ) কারখানাতে ৪ হাজারেরও অধিক শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের অধিকাংশই নারী শ্রমিক। গত শুক্রবার সকালে কর্মরত অবস্থায় রিফাত হাসান নামে এক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শনিবার কর্মরত থাকা অবস্থায় বেশ কয়েকজন শ্রমিকের হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়। কারখানার লোকজন খোঁজ পেয়ে তাৎক্ষণিকভাবে ৩২ জন শ্রমিককে শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর আগে গত বুধবার নারগিস আক্তার নামে অপর এক নারী শ্রমিক শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের অ্যাম্বুলেন্সে ওই রোগীকে শ্রীপুরের অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে উপস্থিত একাধিক শ্রমিক জানান, তারা দীর্ঘদিন ধরে এই কারখানায় কাজ করছেন। এমন ঘটনা তারা কখনো দেখেনি। কাজ করার সময় শনিবার (১৩ জানুয়ারি) সকালে হঠাৎ করে বেশ কয়েকজনকে মাথা ঘুরে মেঝেতে পড়ে যেতে দেখেছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে তারা দুজনের মারা যাওয়ার কথা শুনেছেন।

এসকিউ কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) শাহরিয়ার জানান, গত শুক্রবার একজন অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এর আগেও একজন মারা গেছে। তা ছাড়া শনিবার বেশ কয়েকজন অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারখানাটি দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রীপুরের আল হেলা হাসপাতালের ম্যানেজার মুসা খলিলুল্লাহ জানান, বুধবার দুপুরে এসকিউ কারখানার অসুস্থ্য শ্রমিক নারগিস আক্তারকে তাদের আল হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে শ্রীপুরের অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে শুনেছেন।

ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার জানান, কারখানায় শ্রমিক মারা যাওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তখন কারখানার মানব সম্পদ বিভাগের (এইচআর) প্রধান তাকে জানিয়েছেন, গত রাতে (১২ জানুয়ারি শুক্রবার) রিফাত হাসান নামে একজন শ্রমিক অসুস্থ্য হয়ে মারা গেছেন। শনিবার ৩২ জন শ্রমিক অসুস্থ হয়েছেন, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন।

ময়মনসিংহ শিল্পপুলিশ-৫ এর পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, সকালে এসকিউ গ্রুপের কালার মাস্টার কারখানায় শ্রমকি অসুস্থ্য হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই ঘটনায় শিল্প পুলিশের উদ্যোগে এএসপি জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনার তীরে দেখা মিলল রাসেল ভাইপারের, অতঃপর...

স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রী নিহত

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাভারে ব্যাপক গণসংযোগ

খেলাধুলা চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত জাতি : আমিনুল হক

বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠিত করা যাবে না : সাইফুল হক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

১০

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

১১

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১২

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

১৩

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

১৫

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

১৬

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

১৭

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

১৮

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

১৯

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

২০
X