রংপুরের পীরগাছায় রাতের আঁধারে দরজা ভেঙে, গ্রিল কেটে বাড়িতে ঢুকে একটি পরিবারের নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কান্দি ইউনিয়নের চাপড়া গ্রামের নিখিল চন্দ্রের বাড়িতে। চেতনানাশক কিছু খাইয়ে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় পীরগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কান্দি ইউনিয়নের চাপড়া গ্রামের নিখিল চন্দ্রের বাড়িতে ঘটনাটি ঘটে। চেতনানাশক কিছু খাইয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী পরিবারটি। এ ঘটনায় পীরগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে নিখিল চন্দ্র প্রতিদিনের ন্যায় দোকান থেকে বাড়িতে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে তাদের উঠতে দেরি দেখে তার জেঠাতো ভাইয়ের স্ত্রী পাশের বাড়ি থেকে তাদেরকে ডাকাডাকি করতে থাকেন। এ সময় নিখিল চন্দ্রের পিতা সন্তোষ চন্দ্র ঘুম থেকে উঠে ঘরের আসবাবপত্র এলোমেলো, দরজা, মেইন গেট, ঘরে রক্ষিত স্টিলের ট্রাংকের তালা ভাঙা দেখে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে বাড়ির সবাই ঘুম থেকে উঠে ও আশেপাশের লোকজন এগিয়ে এসে এই ঘটনা দেখতে পান।
ভুক্তভোগী পরিবারটির দাবি এ ঘটনায় দুর্বৃত্তরা তাদের ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পরিবারটির দাবি, টিউবওয়েলের পানি অথবা খাবারের সঙ্গে তাদের অজান্তে দুর্বৃত্তরা চেতনানাশক কিছু খাইয়েছিল। যার ফলে রাতে বাড়িতে এতকিছু ঘটে যাওয়ার পরও তারা কেউ কিছু টের পাননি।
এ ঘটনায় পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, এরকম একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বোঝা যাবে।
মন্তব্য করুন