ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রাস্তা পারাপারের সময় ভারসাম্যহীন বুলু বিশ্বাস (৩৫) নামের এক মহিলা নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর রাতে ছাগলনাইয়া উপজেলার নিজকুনজুরা কবরস্থান নামক স্থানে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন ভারসাম্যহীন ওই মহিলা।
পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার প্রদীপ কুমারের মেয়ে বুলু বিশ্বাস অনেক দিন যাবত মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ ছিলেন। তিনি কাউকে না বলে যে কোনোভাবে ফেনী জেলায় চলে আসেন। তার স্বামী ও পরিবারের অন্যরা তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু খোঁজ পাননি। প্রায় দুই বছর নিখোঁজ থাকার পর আজ পরিবার খোঁজ পেলেন বুলু বিশ্বাসের কিন্তু জীবিত নয়, মৃত। আজ দুপুরে ফাজিলপুর হাইওয়ে থানা নিহত ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপ নিয়ে ঠিকানা বের করে পরিবারের সাথে যোগাযোগ করে মৃত্যুর খবর জানায়। এদিকে পারিবারিকভাবে প্রশাসনের নিকট বিনা ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তরের আবেদন করলে প্রশাসনের অনুমতি নিয়ে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম কালবেলাকে জানান, ভারসাম্যহীন বুলু বিশ্বাসের পরিবার থানায় মামলা দায়ের করেছেন এবং যথানিয়মে মামলাটি তদন্ত করবে থানা পুলিশ।
মন্তব্য করুন