চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে ফারহান হোসেন নামে (৩) এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার সাদুমিয়া হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। ফারহান ওই বাড়ির কাজিম উদ্দিনের পুত্র।
ফারহানের প্রতিবেশী কামাল হোসেন জানান, শুক্রবার দুপুরে শিশু ফারহানের মা রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় খেলার ছলে পরিবারের সবার অগোচরে কোথায় চলে যায় সে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশু ফারহানের নিথর দেহ ভাসতে দেখে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাহেরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য অহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকল অভিভাবকদের উচিত নিজের শিশু সন্তানদের বিষয়ে আরও সচেতন হওয়া।
মন্তব্য করুন