সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে ইউপি সদস্যের নেতৃত্বে জমি দখলচেষ্টার অভিযোগ

সাভারে জমিটি নিয়ে বিরোধ চলছে। ছবি : কালবেলা
সাভারে জমিটি নিয়ে বিরোধ চলছে। ছবি : কালবেলা

সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচর এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই জমির গাছ কেটে ফেলার ঘটনাও ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি এ ঘটনার মূলহোতা হিসেবে ইউপি সদস্য হাসান আলীকে দায়ী করছেন। হাসান ভাকুর্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

যাদের নামে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তারা হলেন কেশব লাল নন্দী, আলমগীর, দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, আবুল খায়ের, মাজহারুল ইসলাম, মাসুদ, কামাল হোসেন, ছাদেক, খালেকুল ও গিয়াসউদ্দিন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের চুনারচর গ্রামের আবু তাহেরের ছেলে বিল্লাল হোসেন ওয়ারিশ এবং ক্রয় সূত্রে এলাকার ১৪ শতাংশ জমিটির মালিক হন। এরপর জমিতে দেয়াল নির্মাণ করে বিভিন্ন ফলের গাছ রোপণ করে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু বিবাদীরা নানাভাবে বাদীর মালিকানাধীন জমিটি দখলের চেষ্টা শুরু করেন। এর ধারাবাহিকতায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে আদালতে পিটিশন দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা জমির গাছ কেটে ফেলেন।

অভিযোগে আরও বলা হয়, এ সময় তাদের বাধা দিতে বাদী বিল্লাল হোসেনকে তারা মারধর করেন এবং তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে আবার এসে অভিযুক্তরা সেই জমিতে দেয়াল ভেঙে নিজেদের সাইনবোর্ড স্থাপন করে সেখানে বালু ফেলে ভরাট করে জমিটি দখলের চেষ্টা করেন।

এদিকে আদালতে দায়ের করা পিটিশন মামলার রায়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা এ.কে.এম হেদায়েতুল ইসলাম বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক আদেশ দেন। তিনি নালিশি সম্পত্তিতে উভয়পক্ষের মধ্যে স্থিতাবস্থা এবং উভয়পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য থানার ওসিকে নির্দেশ দেন।

এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করেছেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান আলী। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত নই।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আসওয়াদুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X