সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে ইউপি সদস্যের নেতৃত্বে জমি দখলচেষ্টার অভিযোগ

সাভারে জমিটি নিয়ে বিরোধ চলছে। ছবি : কালবেলা
সাভারে জমিটি নিয়ে বিরোধ চলছে। ছবি : কালবেলা

সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচর এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই জমির গাছ কেটে ফেলার ঘটনাও ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি এ ঘটনার মূলহোতা হিসেবে ইউপি সদস্য হাসান আলীকে দায়ী করছেন। হাসান ভাকুর্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

যাদের নামে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তারা হলেন কেশব লাল নন্দী, আলমগীর, দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, আবুল খায়ের, মাজহারুল ইসলাম, মাসুদ, কামাল হোসেন, ছাদেক, খালেকুল ও গিয়াসউদ্দিন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের চুনারচর গ্রামের আবু তাহেরের ছেলে বিল্লাল হোসেন ওয়ারিশ এবং ক্রয় সূত্রে এলাকার ১৪ শতাংশ জমিটির মালিক হন। এরপর জমিতে দেয়াল নির্মাণ করে বিভিন্ন ফলের গাছ রোপণ করে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু বিবাদীরা নানাভাবে বাদীর মালিকানাধীন জমিটি দখলের চেষ্টা শুরু করেন। এর ধারাবাহিকতায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে আদালতে পিটিশন দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা জমির গাছ কেটে ফেলেন।

অভিযোগে আরও বলা হয়, এ সময় তাদের বাধা দিতে বাদী বিল্লাল হোসেনকে তারা মারধর করেন এবং তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে আবার এসে অভিযুক্তরা সেই জমিতে দেয়াল ভেঙে নিজেদের সাইনবোর্ড স্থাপন করে সেখানে বালু ফেলে ভরাট করে জমিটি দখলের চেষ্টা করেন।

এদিকে আদালতে দায়ের করা পিটিশন মামলার রায়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা এ.কে.এম হেদায়েতুল ইসলাম বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক আদেশ দেন। তিনি নালিশি সম্পত্তিতে উভয়পক্ষের মধ্যে স্থিতাবস্থা এবং উভয়পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য থানার ওসিকে নির্দেশ দেন।

এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করেছেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান আলী। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত নই।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আসওয়াদুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

‘ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি’

রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন

গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করেননি : পরিবেশ উপদেষ্টা

ভূমিকম্পে কেরানীগঞ্জে হেলে পড়েছে ৭ তলা ভবন

১৫ বছর ধরে অচল পবিপ্রবিতে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু 

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত

ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস

রাজধানীবাসী এমন ভূমিকম্প আগে কখনো দেখেনি

১০

হতাশ হয়ে থিয়েটার ছাড়ছেন নিবেদিতা

১১

ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে

১২

ভূমিকম্পে ৩ মিনিট বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

১৩

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

১৪

ভূমিকম্পে গাজীপুরে স্কুল-মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল

১৫

ভূমিকম্পে বাড্ডায় হেলে পড়ল ভবন

১৬

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

১৭

‘ভূমিকম্পে যে ঝাঁকুনি হলো, তা এযাবৎকালের সর্বোচ্চ’

১৮

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

১৯

যৌন হয়রানির ঘটনায় নিরাপত্তা প্রার্থনা / ক্রীড়া উপদেষ্টাকে এক শুটারের খোলা চিঠি

২০
X