শেরপুরে ১৪ জন বিএনপি নেতাকর্মী আ.লীগে যোগদান করেছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম তাদের ফুল দিয়ে বরণ করে নেন। ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামকে এলাকাবাসীর দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আ.লীগের রাজনীতিতে যোগদানকৃত নেতারা হলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহা আলী, ১নং ওয়ার্ড সদস্য মুক্তার আলী, ২নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুরুজ্জামান, ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক সোলায়মান, সদস্য মুনা সরকার, খন্দকার মো. আরিফ এজাজ, আব্দুল জলিল, বজলুর রশিদ রাজু, ফিরুজ মিয়া, সোহেল, লাল চান, আল আমীন, শহীদ মিয়া ও শওকত আলী।
যোগদানকালে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। স্বাধীনতা যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সময়ে অবদান রাখে এ দলটি। এ নেতাদের গৌরবের মতো বিষয়ের অভাব নেই। এই দলে যোগদান করা যে কোনো মানুষের জন্য অহংকারের। তিনি সবার সফলতা কামনা করেন।
ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহা আলী বলেন, বিএনপির রাজনীতিতে কোনো ফল নাই। দেশ ও দলের কথাও নেতারা চিন্তা করে না। এ দল পরিবর্তন করে খারাপ লাগার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।
ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক সোলায়মান বলেন, যুবদলের রাজনীতি করে যুব উন্নয়নে কোনো কাজ করার জায়গা নেই এই দলে। আ.লীগের মতো দলে যোগদান গৌরবের।
২নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুরুজ্জামান বলেন, আমরা উন্নয়নের দল করতে চাই। যে দলের কোনো ভবিষ্যৎ নাই সেই দলে থেকে লাভ কী। দেশে উন্নয়ন হচ্ছে এ সরকারের আমলে। উন্নয়নের সঙ্গে থাকতে চাই।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় তাদের গলায় ফুলেল মালা পরিয়ে বরণ করে নেন।
মন্তব্য করুন