চাঁপাইনবাবগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর ঘটা সহিংসতার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। নির্বাচনী সহিংস পরিস্থিতির প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
শনিবার (২০ জানুয়ারি ) বেলা ১১টায় শহরের জলযোগ মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
সোয়া এক ঘণ্টাব্যাপী চলে এ কর্মসূচি । এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন সম্প্রদায়ের মানুষ।
এ সময় বক্তব্য দেন, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক তরুণ সাহা, পৌর শাখার সভাপতি অপূর্ব সরকার ও সাধারণ সম্পাদক অজিত দাস।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ প্রতিষ্ঠা আচার্য শীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজি, ব্রাহ্মণ সংসদ জেলা শাখার সভাপতি বিধান ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায় ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা এবং জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তারা বলেন, ভোট এলেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ, সহিংসতার ঘটনা বেড়ে যায়। আমাদের আতঙ্কের মধ্যেই থাকতে হয়। এর আগেও জাতীয় সংসদ নির্বাচনে পূর্বাপর বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে কিন্তু উপযুক্ত বিচার না হওয়ায় এ ধরনের সহিংসতার ঘটনা বন্ধ হয়নি। তাই শিগগিরই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি করেন বক্তারা।
মন্তব্য করুন