অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সায়রা তাসনিম। ভুগছেন জটিল অসুখে। তার উচ্চতা মাত্র তিন ফুট ৩ ইঞ্চি। একই অসুখে ভুগছেন সদ্য পাস করা এইচএসসি শিক্ষার্থী শহীদুল আলম। তাদের দুজনেরই ইচ্ছা শারীরিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে আকাশছোঁয়ার। দুই প্রতিবন্ধীকে সেই স্বপ্নই দেখিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তিনি, শিখিয়েছেন জীবন-জীবিকার যুদ্ধে টিকে থাকার নানা কৌশল।
শনিবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম নগরের চশমাহিলস্থ শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে দেখা করেন সায়রা ও শহীদুল। এ সময় অসচ্ছল সাইরা ও শহীদ তাদের দুর্দশার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রীও গুরুত্ব সহকারে তাদের সঙ্গে কথা বলেন, পড়াশোনা ও পারিবারের খোঁজখবর নেন। এ সময় শিক্ষামন্ত্রী তাদের কম্পিউটার প্রশিক্ষার তাগিদ দেন। এছাড়া তাদের দুজনেরই দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শিক্ষামন্ত্রী নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের রাষ্ট্রের সম্পদে পরিণত করতে বদ্ধপরিকর। দুই শারীরিক প্রতিবন্ধী ও তাদের পরিবারের সার্বক্ষণিক খোঁজখবর নিতে স্বেচ্ছাসেবক লীগ প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুকে দায়িত্ব দেন শিক্ষামন্ত্রী।
মন্তব্য করুন