দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৩:৪৫ এএম
অনলাইন সংস্করণ

শিশু বলাৎকার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু বলাৎকার মামলার প্রধান আসামি মো. তরিকুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর ৩টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের মাঝিয়ালী এলাকায় উপ-পরিদর্শক ইয়াকুব আলীর নেতৃত্বে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল। এর আগে দুপুর আড়াইটায় তরিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে শিশুটির নানা মফিজুল ইসলাম।

গ্রেপ্তার তরিকুল ইসলাম চিলাহাটি ইউনিয়নের মাঝিয়ালী গুচ্ছগ্রাম এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর চিলাহাটি ইউনিয়নের মাঝিয়াল পাড়ায় নানার বাড়িতে থাকতো ভুক্তভোগী শিশুটি। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে শিশুটিকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে বলাৎকার করে অভিযুক্ত তরিকুল ইসলাম। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে পাশের ক্ষেতে ঘাস তুলতে আসা এক নারী এগিয়ে এলে অভিযুক্ত তরিকুল ইসলাম সেখান থেকে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে তার নানার কাছে নিয়ে যান সেই নারী।

শিশুটির নানা ভাউলাগঞ্জ বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা করান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানান।

স্থানীয়ভাবে সালিশী বৈঠকের মাধ্যমে সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হন জনপ্রতিনিধিরা। পরে শনিবার দুপুর আড়াইটায় তরিকুল ইসলামকে প্রধান আসামি করে দেবীগঞ্জ থানায় এজাহার দাখিল করে শিশুটির নানা মফিজুল ইসলাম।

এজাহার পাওয়ার পর প্রাথমিক তদন্ত শেষে তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশ। এঘটনায় বলাৎকারের শিকার শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক হাসপাতালের ওয়ান-স্টপ-ক্রাইসিস এ (ওসিসি) পাঠানো হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এজাহার পাওয়ার পর অভিযান পরিচালনা করে অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল, ঘরে ঢুকে মাথায় গুলি

প্রতিদিন মদ খেলে মস্তিষ্কে যা ঘটে জানাচ্ছে গবেষণা

আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম : প্রধান উপদেষ্টা

জঙ্গলে বিমান বিধ্বস্ত, সবাই নিহত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি যেসব দল

কালবেলা পাঠকদের কাছে আস্থা অর্জন করতে পেরেছে : টুকু

সাতক্ষীরার তিন কলেজে পাস করেনি কেউ

রুই মাছের ৮ পদ, আজই বানিয়ে ফেলুন আপনার পছন্দের রেসিপিটি

তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী / ‘দেশ বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনা সবার কাছে পৌঁছে দেব’

কী বলা হয়েছে জুলাই সনদের অঙ্গীকারনামায়

১০

জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা

১১

ঝিনাইদহে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ‘বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে কালবেলা পাঠকপ্রিয়তা অর্জন করেছে’ 

১২

কলেজে নেই শিক্ষক, ৮ শিক্ষার্থীর সবাই ফেল

১৩

ফল খাওয়া নিয়ে ৫ ধারণা — বিজ্ঞান যা বলে

১৪

উইন্ডিজ সিরিজে কেমন হবে মিরপুরের উইকেট?

১৫

জুলাই সনদে স্বাক্ষর করল বিভিন্ন রাজনৈতিক দল

১৬

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যারা এলেন 

১৭

কীভাবে কাজ করবেন, জানালেন নবনির্বাচিত রাকসু ভিপি

১৮

ভারতের পুলিশ কর্মকর্তার ঘুষকাণ্ড, কোটি টাকা-সোনা-বিলাসবহুল গাড়ি জব্দ

১৯

বর্ণিল আয়োজনে বগুড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X