ফরিদপুরের ভাঙ্গায় চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষে আহত বৃদ্ধ এক মাস পর মারা গেছেন। শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
নিহত ফজলুল হক ওরফে ফজলে মাতুব্বর (৭৪) উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত ফজলে মাতব্বরের আপন চাচাতো ভাই তৈয়াব আলী মাতুব্বদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত বছরের ২৩ ডিসেম্বর দুই গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গ্রুপের পাঁচজন আহত হন। আহতরা হলেন তৈয়াব আলী মাতব্বর (৬০), সৈয়দ আলী মাতব্বর (৫৫), সোহেল মাতব্বর (২০), ফজলে মাতব্বর (৭৪) ও তার ছেলে ফরিদ মাতব্বর (২৫)।
এর মধ্যে ফজলে মাতুব্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান।
এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তৈয়ব আলী মাতব্বরদের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে নিহতের লোকেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনায় তদন্তকারী অফিসার ভাঙ্গা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) অমিও মজুমদার জানান, ২৭ ডিসেম্বর দুই পক্ষের দুটি মামলা হয়। গতরাতে ফজলে মাতব্বর হাসপাতালে মারা যান। মৃত্যুর খবরে তৈয়ব আলীর বাড়ি ভাঙচুর করেন নিহতের লোকজন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, নিহত ফজলের লাশের ময়নাতদন্ত ঢাকা থেকেই হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে যে ধারা হবে সেই ধারা মামলার সঙ্গে যোগ হবে এবং চার্জশিট দেওয়া হবে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন