সিরাজগঞ্জে দুপুরেও মেলেনি সূর্যের দেখা। ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে এ জনপদ। এতে ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়েছে। এদিকে সূর্যের দেখা না মেলায় নিম্নআয়ের মানুষের কর্মজীবনে নেমে এসেছে স্থবিরতা।
রোববার (২১ জানুয়ারি) সকাল থেকেই সিরাজগঞ্জের কোথাও সূর্যের আলোর দেখা মেলেনি। কখনো তীব্র আবার কখনো মৃদু কুয়াশায় আচ্ছন্ন রয়েছে পুরো শহর। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ রুটসহ জেলার সব সড়ক মহাসড়কে কুয়াশার কারণে যান চলাচলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে চালকদের।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, শনিবার রাত থেকে শুরু করে এখন পর্যন্ত কুয়াশাচ্ছন্ন রয়েছে এ মহাসড়ক। রাত থেকে সকাল পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে দুপুরের দিকে আলো বাড়ার কারণে স্বাভাবিকভাবেই গাড়ি চলছে।
তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ায় উচ্চচাপ বলয়ের কারণে কুয়াশার তীব্রতা বেড়েছে। জানুয়ারি মাসজুড়েই শীত ও কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
মন্তব্য করুন