হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শনিবার (২০ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক পত্রে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে ওই পত্রে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাসা-দোকানপাট। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় রুবেল আহমেদকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। মূলত এ ঘটনার পরপরই কমিটি বিলুপ্তি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মন্তব্য করুন