জামালপুর জেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত, মা শিল্পী বেগমসহ তার পরিবারের আরও তিন সদস্যকে হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাজু ও তার পিতার বিরুদ্ধে।
শনিবার (২০ জানুয়ারি) জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের মহিষবাথান গ্রামে এ ঘটনা ঘটে। লাজু মাদারগঞ্জ উপজেলার কড়ইচুড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় ছাত্রলীগ নেতা সিফাতের মা শিল্পী বেগম বাদী হয়ে লাজু ও তার পিতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও তিন-চারজনের অজ্ঞাত নামে মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধর জের ধরে জেলা ছাত্রলীগ নেতা সিফাত ও তার মা শিল্পি বেগমের ওপর সদলবলে হামলা চালায় ইউনিয়ন যুবলীগ নেতা লাজু ও তার লোকজন। সিফাতের পৈতৃক জমি যুবলীগ নেতার বলে দাবি করে ঘর নির্মাণে বাধা দিতে গিয়ে শিল্পি বেগমকে শ্লীলতাহানি করে লাজু ও তার পিতাসহ অন্যরা।
এ সময় ইউপি সদস্যের হুকুমে যুবলীগ নেতা লাজু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সিফাত ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে। তখন শিউলি নামে একজনকে মাটিতে ফেলে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে লাজু ও তার সহযোগীরা। এ সময় অভিযুক্তরা বাঁশের লাঠি দিয়ে আঘাত করে জখম করেছে আরেকজনকে। শিল্পী বেগমের গলায় থাকা স্বর্ণের চেন খুলে নেয় অভিযুক্তরা। সিফাতের মোবাইল ফোনও কেড়ে নেয় তারা।
অভিযোগে আরও বলা হয়, এ জমি দখল করে নিতে দীর্ঘদিন ধরে লাজু ও তার লোকজন সিফাত ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত বলেন, লাজু ও তার পিতা এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল করে নেয়। এটা তাদের পেশা। আমাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমরা লাজু ও তার পিতার উপযুক্ত শাস্তি চাই।
জানতে চাইলে রাশেদুল হাসান লাজু বলেন, তার জ্যাঠাতো ভাইয়ের জমি নিয়ে সিফাতের পরিবারের সঙ্গে ঝামেলা আছে। দীর্ঘদিন ধরে সেটা মিটমাটের চেষ্টা চলছে। মাদারগঞ্জ থানা পুলিশ জমি নিয়ে বিরোধের বিষয়টি জানে। তাদেরকে জমির কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হওয়ার জন্য একাধিকবার বলা হলেও সিফাত ও তার পরিবারের কেউ উপস্থিত হয়নি। শনিবার ঘটনার শেষ সময়ে সে উপস্থিত হয়ে কথা বলেছে।
মাদারগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান কালবেলাকে জানান, শনিবারের ঘটনায় অভিযোগ পেয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন