রাস্তা প্রশস্ত করার প্রয়োজনে অবৈধভাবে দখল করে রাখা সকল দোকানপাটসহ ভবন উচ্ছেদ ও ভেঙে ফেলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে শহরের ১২নং ওয়ার্ডে চেয়ারম্যানঘাট জিটিরোড হতে বঙ্গবন্ধু সড়কের সঙ্গে সংযুক্ত রাস্তা প্রশস্ত করার উদ্যোগ বাস্তবায়নে এসে তিনি অবৈধ দখলদারদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন।
মেয়র জুয়েল বলেন, পৌরসভার রাস্তার ওপর নির্মাণ করা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। যত বড় প্রভাবশালী হোক না কেন, যদি রাস্তার ওপর কোনো ভবনও থাকে প্রয়োজনে তা ভেঙে ফেলা হবে। যে কোনো মূল্যে জনস্বার্থে এই রাস্তা প্রশস্ত করে যানজট কমিয়ে আনা হবে। এর মধ্যে যারা নিজে থেকে স্থাপনা সরিয়ে নিবেন তাদের পৌরসভার পক্ষ থেকে অগ্রীম ধন্যবাদ জানালাম।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র মো. আলী মাঝী, ১২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জিসহ পৌরসভার সার্ভেয়ার টিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন