চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. ছায়রা খাতুন (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৬ জুলাই) রাত ১০টার দিকে পৌর শহরের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার ছায়রা খাতুন পৌর শহরের রাজনগর কবরস্থান পাড়ার মো. চাঁদ আলীর স্ত্রী।
শুক্রবার (০৭ জুলাই) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, জীবননগর পৌর শহরের রাজনগর কবরস্থান পাড়ায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ছায়রা খাতুনের বাসা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন