কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁটি থাকায় যে কোনো সময়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা, দৈনিক কালবেলায় প্রকাশিত এমন সংবাদের পর উপজেলার বিভিন্ন সড়ক থেকে খুঁটিগুলো অপসারণ করেছে পল্লীবিদ্যুৎ অফিস।
কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের আওতায় মনোহরগঞ্জ থেকে হাসনাবাদ সড়ক, দিশাবন্দ বাইপাস সড়ক, দিকচান্দা ভাটগাঁও বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি থাকায় হুমকির মুখে পড়ে যান চলাচল। এতে যে কোনো সময় হতে পারত ভয়াবহ দুর্ঘটনা। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে বৈদ্যুতিক খুঁটিগুলো সরানোর সিদ্ধান্ত নেয়। এর কয়েকদিনের মধ্যে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ ২১টি খুঁটি অপসারণ করে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-৪ মনোহরগঞ্জ শাখা অফিস।
স্থানীয় বাসিন্দারা জানান, মনোহরগঞ্জ উপজেলার ব্যস্ত সড়কগুলোতে কিছু বৈদ্যুতিক খুঁটি ছিল। কিছুদিন পূর্বে কালবেলা একটি সংবাদ প্রকাশ করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। প্রশাসন তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণ করে। এতে ঝুঁকি কমে যান চলাচল স্বাভাবিক হয়।
কুমিল্লার পল্লীবিদ্যুৎ-৪ মনোহরগঞ্জ উপজেলা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক নীল মাধব বনিক জানান, রাস্তার মাঝে কিছু ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণের জন্য এলজিআরডি কর্তৃপক্ষ অর্থ জমা প্রদান করে। সড়ক থেকে ঝুঁকিপূর্ণ বেশকিছু খুঁটি অপসারণ করা হয়েছে। অন্য খুঁটিগুলো শিগগিরই অপসারণ করা হবে।
মন্তব্য করুন