বগুড়ার ধুনট উপজেলায় আলমগীর হোসেন নামে এক কৃষকের বিদ্যুৎচালিত সেচপাম্প ও আঘাপাকা ঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই সেচপাম্পের আওতায় থাকা প্রায় ১০০ বিঘা জমির বোরো ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে ওই কৃষক ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে অভিযোগপত্রে কোনো আসামির নাম উল্লেখ নেই।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আলমগীর হোসেন গোপালপুর খাদুলী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। বাড়ি থেকে ২০০ মিটার দূরে নিজের জমির ওপর আধাপাকা ঘর তুলে ২০১৭ সালে সরকারিভাবে লাইসেন্স নিয়ে বিদ্যুৎচালিত সেচপাম্প স্থাপন করেন। বর্তমানে সেচপাম্প চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
মঙ্গলবার রাতে অন্যান্য দিনের মতো ঘুমিয়ে ছিলেন তিনি। ভোর ৪টার দিকে আলমগীরের ছেলে ঘুম থেকে উঠে দেখতে পায় সেচপাম্পের ঘরে আগুন জ্বলছে। পরে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে আধাপাকা ঘর ও বিদ্যুৎচালিত সেচপাম্প পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে। এদিকে ওই সেচপাম্প পুড়ে যাওয়ায় ওই সেচপাম্পের আওতায় থাকা প্রায় ১০০ বিঘা জমির বোরো ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, কৃষকের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন