কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের সুপারি পাচার!

মো. শাজাহান হাওলাদার। ছবি : সংগৃহীত
মো. শাজাহান হাওলাদার। ছবি : সংগৃহীত

চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে শুকনা সুপারি পাচার করার সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আর এই সুপারি পাচার চক্রের মূল হোতাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ইতোমধ্যেই নেছারাবাদ থানায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

এ মামলায় মো. হারুন হাওলাদার, মো. অলি হাওলাদার, মো. নূর নবী মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই চক্রের মূলহোতা ও মামলার চার নম্বর আসামি মঠবাড়িয়া উপজেলার ১নং তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান হাওলাদারকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন এসআই মো. আসাদুজ্জামান।

মামলার এজাহার থেকে জানা গেছে, নেছারাবাদের সন্ধ্যা নদীতে রাত সোয়া ২টার সময় দুইটি ফিশিং বোটে করে চোরাই পথে সুপারি পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের সিগন্যাল উপেক্ষা করে বোট দুটি যেতে চাইলে তাদের ধাওয়া করে আটক করে পুলিশ। পরে দুটি ফিশিং বোট থেকে ১০৮০ বস্তা শুকনা সুপারি উদ্ধার করা হয়। এসব সুপারি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত সুপারির আনুমানিক মূল্য প্রায় দেড়কোটি টাকা।

স্থানীয় সূত্র জানায়, পলাতক ইউপি চেয়ারম্যান শাজাহান হাওলাদার কেবল সুপারি নয় নানা অবৈধ পণ্য ব্যবসার সঙ্গেও জড়িত। এ ছাড়া বিভিন্ন পণ্য রাজস্ব ফাঁকি দিয়ে নৌ-পথে ভারতে পাচার করেন তিনি। আর এসব পাচারকে কেন্দ্র করে গড়ে তুলেছেন বিশেষ এক সিন্ডিকেট। সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে মাদকসহ নানা ব্যবসা করার অভিযোগে মামলাও রয়েছে। এর মধ্যে সুপারি পাচারকাণ্ডে আটক মো. হারুন হাওলাদার, মো. অলি হাওলাদারের বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় মাদকসহ নানা অপরাধে মামলা রয়েছে।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নেছারবাদ থানার উপপরিদর্শক মো. নুর আমিন কালবেলাকে বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মো. শাজাহান হাওলাদারকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলাটি বর্তমানে তদন্তনাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লবণ নাকি চিনি ,কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১০

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১১

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৩

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৪

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৫

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৬

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৭

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১৮

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১৯

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

২০
X