কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের সুপারি পাচার!

মো. শাজাহান হাওলাদার। ছবি : সংগৃহীত
মো. শাজাহান হাওলাদার। ছবি : সংগৃহীত

চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে শুকনা সুপারি পাচার করার সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আর এই সুপারি পাচার চক্রের মূল হোতাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ইতোমধ্যেই নেছারাবাদ থানায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

এ মামলায় মো. হারুন হাওলাদার, মো. অলি হাওলাদার, মো. নূর নবী মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই চক্রের মূলহোতা ও মামলার চার নম্বর আসামি মঠবাড়িয়া উপজেলার ১নং তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান হাওলাদারকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন এসআই মো. আসাদুজ্জামান।

মামলার এজাহার থেকে জানা গেছে, নেছারাবাদের সন্ধ্যা নদীতে রাত সোয়া ২টার সময় দুইটি ফিশিং বোটে করে চোরাই পথে সুপারি পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের সিগন্যাল উপেক্ষা করে বোট দুটি যেতে চাইলে তাদের ধাওয়া করে আটক করে পুলিশ। পরে দুটি ফিশিং বোট থেকে ১০৮০ বস্তা শুকনা সুপারি উদ্ধার করা হয়। এসব সুপারি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত সুপারির আনুমানিক মূল্য প্রায় দেড়কোটি টাকা।

স্থানীয় সূত্র জানায়, পলাতক ইউপি চেয়ারম্যান শাজাহান হাওলাদার কেবল সুপারি নয় নানা অবৈধ পণ্য ব্যবসার সঙ্গেও জড়িত। এ ছাড়া বিভিন্ন পণ্য রাজস্ব ফাঁকি দিয়ে নৌ-পথে ভারতে পাচার করেন তিনি। আর এসব পাচারকে কেন্দ্র করে গড়ে তুলেছেন বিশেষ এক সিন্ডিকেট। সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে মাদকসহ নানা ব্যবসা করার অভিযোগে মামলাও রয়েছে। এর মধ্যে সুপারি পাচারকাণ্ডে আটক মো. হারুন হাওলাদার, মো. অলি হাওলাদারের বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় মাদকসহ নানা অপরাধে মামলা রয়েছে।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নেছারবাদ থানার উপপরিদর্শক মো. নুর আমিন কালবেলাকে বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মো. শাজাহান হাওলাদারকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলাটি বর্তমানে তদন্তনাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১০

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১১

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১২

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৩

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৪

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৫

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৬

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৭

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

১৮

সাবেক এমপির গাড়ি ও সুপার মার্কেটসহ ৬৯৪ শতক জমি জব্দ 

১৯

বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, পদ হারালেন বিএনপির ৬ নেতা 

২০
X