নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বাবা সংবাদ সম্মেলন করে তার সন্তানদের এ হীন কাজের বর্ণনা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে আলী আহাম্মদ চুনকানগর পাঠাগার ও মিলনায়তনের সামনে এ সংবাদ সম্মেলন হয়।
ভুক্তভোগী বাবা হাজী সাইজউদ্দিন ৮৫ বছর বয়সী। তার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী ও এক সন্তানকে বঞ্চিত করে সম্পত্তি প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানদের নামে লিখে না দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ শহরের প্রভাবশালী একটি মহলও তার প্রথমপক্ষের স্ত্রীর সন্তানদের পক্ষে হুমকি-ধমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে সাইজউদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার দ্বিতীয় স্ত্রী গুলনাহার বেগম। তিনি বলেন, তার স্বামী সাইজউদ্দিন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার বাসিন্দা এবং ওই এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত রোগে ভুগছেন। প্রথমপক্ষের স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিবাহ করেন। প্রথমপক্ষে তার ছয় মেয়ে ও তিন ছেলে রয়েছে।
দ্বিতীয় স্ত্রীর ঘরে রয়েছে এক ছেলে। বার্ধক্যজনিত কারণে নিজের মালিকানাধীন টেক্সটাইল মিলটির দায়িত্বভার প্রথম স্ত্রীর সন্তানদের দিয়েছিলেন। কিন্তু ব্যবসায়ে ক্রমাগত লোকসান হওয়ার কারণে তিনি পরে নিজেই ব্যবসার কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেন। কিন্তু গত কয়েক বছর ধরে তার জমি সন্তানদের নামে লিখে দিতে চাপ প্রয়োগ করতে থাকে। জমি লিখে না দেওয়ায় সাইজউদ্দিন, তার দ্বিতীয় স্ত্রী ও ছেলেকে বাড়ি থেকে মারধর করে করে দিয়ে কারখানার যন্ত্রপাতি বিক্রি করে দেন অভিযুক্তরা।
সাইজউদ্দিন বলেন, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি একটি মামলা করি। বর্তমানে সিদ্ধিরগঞ্জে স্ত্রী ও ছেলের সঙ্গে শ্বশুরবাড়িতে থাকি। কিন্তু সেখানেও আমার প্রথম স্ত্রীর ঘরের সন্তানেরা সন্ত্রাসী লোকজন পাঠিয়ে হুমকি-ধমকি দিচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমার জমিজমার বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু বর্তমানে আমার ছেলে-মেয়েদের মারমুখী আচরণের কারণে আমি বর্তমানে প্রাণনাশের ভয়ে আছি। প্রশাসনের কাছে আমি নিরাপত্তা দাবি করছি।’
মন্তব্য করুন