নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় ৬০ কৃষকের জমিতে চারা রোপণ করছে কৃষিযন্ত্র

নওগাঁয় যন্ত্রের সাহায্যে চারা রোপণ করা হচ্ছে। ছবি : কালবেলা
নওগাঁয় যন্ত্রের সাহায্যে চারা রোপণ করা হচ্ছে। ছবি : কালবেলা

নওগাঁর রাণীনগরে এই প্রথম যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করছেন কৃষকরা।উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষিকে আধুনিকায়ন ও সময়োপযোগী করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার। এখন ট্রেতে ধানের চারা উৎপাদন থেকে শুরু করে রোপণ, ধান কাটা এবং মাড়াই করাসহ সব কার্যক্রম কৃষি যন্ত্রের মাধ্যমে করতে কৃষকদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। এ মৌসুমে ৬০ জন কৃষকের জমিতে যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপন করে দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা, সরকারের প্রদেয় পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে উপজেলার পুরোনো আমলের কৃষকদের ডিজিটালে রূপান্তরিত করতে কাজ করে আসছে কৃষি বিভাগ। দিন দিন উপজেলার কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ যুগে প্রবেশ করছে। প্রতি মৌসুমেই উপজেলার কৃষকরা সরকারের প্রদান করা ভর্তুকিতে পাওয়া বিভিন্ন কৃষি যন্ত্র পাচ্ছেন এবং সেই কৃষি যন্ত্রগুলো নিজেদের ব্যবহারের পাশাপাশি অন্যদের মধ্যেও ছড়িয়ে দিয়ে সরকারের গৃহীত পদক্ষেপকে কৃষকরা সফল করছেন। সম্প্রতি উপজেলার একডালা ইউনিয়নে হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে জমিতে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, কৃষি কর্মকর্তা ফারজানা হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, একডালা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, কৃষক মোজাম্মেল হক, খাইরুল ইসলাম, আকরাম হোসেন, তোজাম্মেল হক, মামুন হোসেন প্রমুখ।

একডালা গ্রামের কৃষক মোজাম্মেল হক, মামুন হোসেনসহ অনেকে বলেন, সরকারের কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কৃষি যন্ত্র পেয়ে অনেক উপকৃত হচ্ছি। বিশেষ করে কৃষি শ্রমিকদের সমস্যা থেকে অনেকটাই রেহাই পাচ্ছি। দিন যতই যাচ্ছে ততই কৃষি শ্রমিকদের সংকট প্রকট হচ্ছে। এমন সমস্যা থেকে উত্তোরণের জন্য সরকারের পক্ষ থেকে ধান রোপণ, কাটা ও মাড়াইয়ের মেশিনগুলো মাইল ফলক হিসেবে কাজ করছে। এতে করে আমরা কৃষকরা নানাভাবে উপকৃত হচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা হক বলেন, কৃষি যান্ত্রিকরণের প্রতি কৃষকদের উদ্বুদ্ধ করতেই এই প্রথম কৃষি বিভাগের নিজ উদ্যোগে একডালা ইউনিয়নের ৬০ জন কৃষকের দেড় শ বিঘা জমিতে ট্রেতে ধানের চারা উৎপাদন করে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপণ করে দেওয়া হয়েছে। এমন কার্যক্রমের মাধ্যমে অন্যান্য কৃষকদের যন্ত্র ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। যদি কৃষকরা তার কৃষি খামারে আধুনিক কৃষি প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিকাজ করে তাহলে কৃষক শ্রমিক সংকট কাটিয়ে কৃষি পেশাকে আরো আধুনিক, লাভজনক, বাণিজ্যিক ও যান্ত্রিক কৃষিতে রূপান্তরিত করতে পারবেন।

তিনি আরো বলেন, প্রতি মৌসুমে সরকারের ভর্তুকিতে প্রদান করা জমি চাষের জন্য সিডার মেশিন, ধান মাড়াই মেশিন, গার্ডেন ট্রেইলার, হার্ভেস্টার মেশিসসহ বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে। শতভাগ আশাবাদি এমন কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষি ও কৃষকরা দ্রুতই আধুনিক কৃষিতে পরিণত হয়ে যে কোনো ফসলের উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতির চাকাকে আরো চাঙ্গা করতে সক্ষম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ভয়াবহ হামলা ইয়েমেনে, নিহত ৬

শুটিং সেটে মারা গেলেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজের পরিচালক

কবে হচ্ছে ২০২৯ ক্লাব বিশ্বকাপ, জানিয়ে দিল ফিফা

ফাইনালে মেসি-রোনালদোর রেকর্ড: সংখ্যায় কে সেরা?

কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অক্টোবরের মধ্যে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

পদ্মা ব্যাংকের ১২৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত

নতুন ভূমিকায় এবার দেখা মিলবে সৌরভ গাঙ্গুলির

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

১০

খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ 

১১

বিপাকে পড়েছেন শ্রদ্ধা কাপুর

১২

বিয়ের আগে মা হওয়া নিয়ে গর্ববোধ করেন নেহা ধুপিয়া

১৩

পেনাল্টি মিসের দোষ রেফারির ঘাড়ে চাপালেন ম্যানইউ অধিনায়ক

১৪

৪ ইভেন্টে ৩ রেকর্ডে যে বার্তা দিলেন রিংকি

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্যতম প্রতিভাবান ক্রিকেটার

১৬

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নাহিদের

১৭

গ্রেপ্তারের পর পুলিশকে যে ভয়ের কথা জানালেন তৌহিদ আফ্রিদি

১৮

সুনামগঞ্জে বালু-পাথর লুট ঠেকাতে বিজিবির অভিযান

১৯

টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য রেকর্ড গড়ে যা বললেন সাকিব

২০
X