পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রকাশ্যে চলছে টোল আদায়

প্রকাশ্যে চলছে পৌর টোল আদায়। ছবি : কালবেলা
প্রকাশ্যে চলছে পৌর টোল আদায়। ছবি : কালবেলা

বরগুনার পাথরঘাটা পৌরসভায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে পৌর টোল আদায় করা হচ্ছে। টার্মিনাল ছাড়া সড়ক ও মহাসড়কে কোনো টোল আদায় করা যাবে না এ মর্মে হাইকোর্টের দেওয়া নির্দেশ অমান্য করে বরগুনার পাথরঘাটায় আদায় করা হচ্ছে পৌর টোল।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে সরেজমিনে পাথরঘাটা পৌর শহরের নতুন বাজার বাসস্ট্যান্ড ও তালতলা রাস্তায় দাঁড়িয়ে প্রতিটি যাত্রীবাহী বাস, পরিবহন, ট্রাক, ট্রলি, মাহেন্দ্রা, টমটম, পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইক থেকে নির্ধারিত হারে পৌর টোল আদায় করতে দেখা গেছে।

টার্মিনাল ছাড়া সড়ক বা মহাসড়ক থেকে কোনো প্রকার টোল উত্তোলন না করার জন্য সকল সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়। হাইকোর্টের আদেশে টার্মিনাল ব্যতীত সড়ক ও মহাসড়ক থেকে কোনো প্রকার টোল আদায় করা যাবে না বলে উল্লেখ করা থাকলেও হাইকোর্টের ওই নির্দেশ অমান্য করে এখনো প্রকাশ্যে সড়ক ও মহাসড়কে দাঁড়িয়ে প্রতিটি যানবাহন থামিয়ে পৌর টোল আদায় করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকাগামী দূরপাল্লা রুটে চলাচলকারী একাধিক পরিবহনের সুপারভাইজাররা জানান, শুনেছি হাইকোর্টের আদেশে টার্মিনাল ব্যতীত সড়ক ও মহাসড়কে যানবাহন দাঁড় করিয়ে কোনো প্রকার টোল আদায় করা যাবে না। কিন্তু সেই আদেশ অমান্য করে প্রতিদিন পাথরঘাটা থেকে আমাদের দূরপাল্লার প্রতিটি পরিবহন থেকে প্রতিদিন ১০০ টাকা করে আদায় করা হচ্ছে।

তালতলা দাঁড়িয়ে অভ্যন্তরীণ রুটে চলাচলরত যাত্রীবাহী বাস ও অন্যান্য চলাচলের গাড়ি থেকে পৌর টোল আদায়কারী মো. ইমাম হোসেন জানান, টোল আদায় বন্ধ করার জন্য পৌরসভা থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই এখনো পৌর টোল আদায় বন্ধ হয়নি।

অপরদিকে, পাথরঘাটা উপজেলার অভ্যন্তরে চলাচলরত ব্যাটারিচালিত ইজিবাইক, মাহেন্দ্রা, টমটম, পিকআপ, টেম্পু ও ভাড়ায় চালিত প্রতিটি মোটরসাইকেল থেকে প্রতিদিন ১৫ টাকা করে পৌর টোল আদায় করা হচ্ছে।

ইজিবাইকচালক রুহুল আমিন বলেন, গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই পৌরটোল ১৫ টাকা দিতে হবে বাধ্যতামূলক। আমাদের নেই কোনো স্ট্যান্ড অথচ পৌর টোল না দিলে গাড়ি চালাতে পারি না আমরা।

এ বিষয়ে পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, টার্মিনালের বাইরে কোনো প্রকার টোল আদায় করা যাবে না বলে মৌখিকভাবে আদায়কারীদের বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

১০

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১১

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

১২

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

১৩

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

১৪

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

১৫

অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

১৬

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

১৭

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প

১৮

৭ বছর পর নগরবাসীর জন্য খুলল ফার্মগেটের আনোয়ারা উদ্যান

১৯

এবার যুবদল কর্মীকে হত্যা

২০
X