‘মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’ এই স্লোগানে আন্তর্জাতিক কাস্টম দিবস পালন করেছে ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের ময়মনসিংহ বিভাগ।
শুক্রবার (২৬ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে কাস্টম হাউজ এবং ভ্যাট কমিশনারেটগুলো এই আয়োজন করে।
ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের অতিরিক্ত কমিশনার মোহা. মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা। বিশেষ অতিথি ছিলেন বিজিবির উপমহাপরিচালক কর্নেল মো. জিল্লাল হোসেন পিএসসি, ময়মনসিংহের কর কমিশনার মো. আশরাফুজ্জামান, ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক কাস্টম দিবসের ময়মনসিংহ আঞ্চলিক উপ-কমিটির আহবায়ক ও ডেপুটি কমিশনার মো. ফয়সাল বিন রহমান।
সেমিনারে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে বাংলাদেশ কাস্টমস নবীন-পুরনো অংশীজনদের মধ্যে মেলবন্ধন স্থাপনের বিষয়টির গুরুত্ব আরোপ করে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪ উদযাপন করছে। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪ উদযাপন ময়মনসিংহ আঞ্চলিক উপ-কমিটির উদ্যোগে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, ময়মনসিংহের সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর বিভাগীয় দপ্তর ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অবস্থিত কড়ইতলী স্থল কাস্টমস স্টেশন, গোবড়াকুড়া স্থল কাস্টমস স্টেশন, শেরপুরের নালিতাবাড়িতে অবস্থিত নাকুগাঁও স্থল কাস্টমস স্টেশন ও জামালপুরের বকশীগঞ্জে অবস্থিত ধানুয়া কামালপুর স্থল কাস্টমস স্টেশনের আমদানি রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ী ও গুরু্ত্বপূর্ণ স্টেক-হোল্ডারদের অংশগ্রহণে সেমিনার আয়োজনসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়।
সেমিনারে সারাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহজীকরণ, ব্যবসা-বাণিজ্যের ঝুঁকি প্রশমন এবং পণ্যের সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার ক্ষেত্রে বিশ্বের প্রতিটি দেশে কাস্টমসের ভূমিকা অগ্রগণ্য বলে আলোচনায় উঠে আসে।
মন্তব্য করুন