গাজীপুরের টঙ্গীতে ছাদ থেকে পড়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বাজারের আড়তপট্টি এলাকার সাইদ মাতবরের ছয় তলা বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় সাদিয়ার (২২)।
নিহত সাদিয়া ঢাকার দোহারের আবুল বাশারের মেয়ে। তারা সপরিবারে টঙ্গী বাজার থাকতেন। সাদিয়া ঢাকার মিরপুর সরকারি বাংলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, নিহত সাদিয়া বিকেলে বাড়িওলার বাসা থেকে চাবি নিয়ে ছাদে ওঠেন। ছাদে উঠার পর বাচ্চাদের সঙ্গে খেলা করছিলেন। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছোট বোন সামিয়া গণমাধ্যমকে বলেন, আপুর সঙ্গে আমিও ছিলাম ছাদে। আপু রেলিংয়ে বসে চুল শুকাচ্ছিল। আমি আপুকে সতর্ক করে বাসায় চলে আসি। এর কিছুক্ষণ পর আপুর মৃত্যুর খবর পাই।
নিহতের মা তাহমিনা গণমাধ্যমকে বলেন, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। কয়েকদিনের মধ্যেই তার বিয়ে হওয়ার কথা ছিল। আমরা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি, তারও পছন্দ ছিল। আমরা মেয়ের বিয়ে নিয়ে কোনো জোরজবরদস্তি করিনি।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন