মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে কাঠের স্তূপে আগুন লেগেছে। শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে সেখানকার সিকিউরিটি টিমের পাশাপাশি যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন আগুনের বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানায়, কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ব্যবহার অযোগ্য গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে দুপুরের দিকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রকল্পের কর্মচারীরা ছোটাছুটি শুরু করেন। পরে খবর পেয়ে আগুন নেভাতে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দেয়।
মহেশখালী উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, প্রকল্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে এখনো আগুনের সূত্রপাত নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন জানান, বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পে আগুন লেগেছে। এটা নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন