কুমিল্লায় একটি হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের মো. মালেক হাবিলদারের ছেলে মো. সুজন মিয়া, আবুল কাশেমের ছেলে মো. মামুন এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মনিপুর দক্ষিণ পাড়ার মৃত রুস্তম আলীর ছেলে মো. জাকির হোসেন।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের আওতাধীন একটি আমবাগান মো. শের আলী ও দণ্ডপ্রাপ্ত আসামি মো. সুজন মিয়া বন্দোবস্ত নিয়ে পরিচালনা করত। আম বিক্রির ৫ লাখ টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়।
একপর্যায়ে ২০১৫ সালের ২৩ জুন দুপুরবেলা কুমিল্লা বুড়িচং উপজেলাধীন ঘোষনগর গ্রামে শের আলীর ভাড়া বাসায় ঢুকে তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মুখ হাত বেঁধে অচেতন অবস্থায় ফেলে চলে যায় দণ্ডপ্রাপ্ত আসামিরা।
এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে আদালত সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে শের আলী হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. রফিকুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. জামান আহমেদ নয়ন।
মন্তব্য করুন