চাঁদপুরের মতলব দক্ষিণে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের তত্ত্বাবধানে চার শিশুর জন্ম হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গৃহবধূ তন্নী আক্তারের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামে। তিনি ওই গ্রামের দুবাই প্রবাসী সোহেল আহম্মেদের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ সূত্র জানায়, সন্তানসম্ভবা হওয়ার পর থেকে গত ৬ মাস ধরে গৃহবধূ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে কর্মরত একজন পরিবারকল্যাণ পরিদর্শিকার (এফডব্লিউভি) সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। বুধবার সকালে প্রসববেদনা দেখা দিলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত নারী ও শিশু (নবজাতক) ওয়ার্ডে ভর্তি হন।
সেখানে পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবারকল্যাণ পরিদর্শিকা ফারজানা আক্তারের তত্ত্বাবধানে ওই চার নবজাতকের স্বাভাবিক প্রসব হয়।
ফারজানা আক্তার বলেন, ছয় মাস সময়ে জন্ম নেওয়ায় চারটি নবজাতকই অপুষ্ট ও অপরিপক্ব। তাদের ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম। সুস্থ ও স্বাভাবিক একটি নবজাতকের ওজন থাকে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত। ওজন কম ও অপুষ্ট হয়ে জন্ম নেওয়ায় ওই চার নবজাতকই তেমন সুস্থ নয়। শ্বাসকষ্টও হচ্ছে তাদের। তবে বাচ্চাগুলোর মা সুস্থ রয়েছেন। নবজাতকদের ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুরের মতলব দক্ষিণের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিন ফেরদৌস বলেন, আমার কার্যালয়ের তত্ত্বাবধানে ওই চার নবজাতকের একসঙ্গে জন্ম হওয়ায় খবর শুনে ভালো লাগছে। অপরিপক্ব হওয়ায় বাচ্চাগুলো নিয়ে চিন্তায় রয়েছেন। উন্নত স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ) পাঠানো হয়েছে।
মন্তব্য করুন