মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০২:১৫ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরায় অতিদরিদ্রদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা

মাগুড়া জেলার ম্যাপ।
মাগুড়া জেলার ম্যাপ।

মাগুরা মহম্মদপুর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় ২ হাজার ৬৬১ জনের অ্যাকাউন্টে নির্ধারিত টাকার চেয়ে মাথাপিছু অতিরিক্ত ১ লাখ ২ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদ। এর মধ্যে ৮৯০ জন সুবিধাভোগী প্রায় ২ কোটি ৩৩ লাখ টাকা তুলে খরচ করে ফেলেছেন।

জানা গেছে, সার্ভারে কারিগরি ত্রুটির জন্য উপজেলার আটটি ইউনিয়নের সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে প্রকৃত পারিশ্রমিক ৯ হাজার ২০০ টাকার সঙ্গে আরও অতিরিক্ত ১ লাখ ২ হাজার টাকা জমা হয়ে যায়। এদিকে অতিরিক্ত টাকা ফেরত নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের চিঠি দিয়েছেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সূত্রে জানা গেছে, উপজেলার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ৩৬ দিনের একটি প্রকল্প চলমান ছিল। আটটি ইউনিয়নের ২ হাজার ৬৬১ জন দরিদ্র লোকজন মাটি কেটে গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কারের কাজ করেন। প্রকল্পের ১৩ দিনের পারিশ্রমিক মাথাপিছু ৫ হাজার ২০০ টাকা জমা হয়। পরে ঈদের আগে ২৪ জুন সন্ধ্যায় বাকি ২৩ দিনের জন্য ৯ হাজার ২০০ টাকা করে আসে। পরে মোবাইলে নগদ অ্যাকাউন্টে দেখা যায় তিনটি খুদেবার্তায় মাথাপিছু ১ লাখ ২ হাজার টাকা জমা হয়েছে। তাৎক্ষণিক ৮৯০ জন অতিরিক্ত প্রায় ২ কোটি ৩৩ লাখ টাকা তুলে নেন। বিষয়টি জানাজানি হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা লোক পাঠিয়ে তাদের টাকা তুলতে নিষেধ করেন। পরে নগদ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় বাকিরা টাকা উত্তোলন করতে পারেননি।

সরেজমিনে উপজেলার রাজাপুর, বালিদিয়া, বাবুখালী, পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায় সুবিধাভোগীদের ভিড়। সবাই অতিরিক্ত টাকা উত্তোলন করে খরচ করে ফেলেছেন। তাদের সবাইকে টাকা ফেরত দেওয়ার জন্য চেয়ারম্যানরা নিজেদের পরিষদে ডেকে আনেন।

মো. মিজান, তোরফান, মোরাদ সর্দার,রিপন মালি, ইকতিয়ার মোল্যা, নয়ন মোল্যা, রেহেনা বেগম ও আরজ আলীসহ ১০-১৫ জানান, তারা সবাই পেশায় দিনমজুর ও ভ্যানচালক। মোবাইলের নগদ অ্যাকাউন্টে টাকা আসার পর তুলে খরচ করে ফেলেছেন তারা।

তারা জানান, অতিরিক্ত এই টাকা এখন কীভাবে ফেরত দেবেন তা নিয়ে চিন্তিত। তবে কিস্তির সেই টাকা শোধ করার জন্য চেয়ারম্যানদের কাছে সময় চেয়েছেন।

মহম্মদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোমিনুল ইসলাম জানান, নগদের সার্ভারে কারিগরি ত্রুটির জন্য প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা চলে যায়।

১ নম্বর রাবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন, ২ নম্বর বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ইকবাল আক্তার কাফুর উজ্জ্বল জানান, অতিরিক্ত উত্তোলিত কিছু টাকা আদায় হয়েছে। বাকি টাকা আদায়ের চেষ্টা চলছে। টাকা তুলে খরচ করে ফেলা লোকজন সবাই দরিদ্র দিনমজুর।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল জানান, টাকা ফেরত আনার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আমাদের চিঠি দিয়েছে। আমরা ইউপি চেয়ারম্যানদের চিঠি দিয়েছি। অতিরিক্ত টাকা ফেরত আনতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতায় টাকা ফেরত আনার কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

২০ লাখ টাকা চাঁদা দাবি, এনসিপি নেতাসহ আটক ৩

নির্বাচন সুষ্ঠু করার প্রচেষ্টা চলছে : শিল্প উপদেষ্টা

বিমানবন্দর ও গুলশান-বনানীতে হর্ন বাজালেই কঠোর ব্যবস্থা ডিএমপির

চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে : ডা. শাহাদাত

শাবিপ্রবিতে ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

কারাগারে গ্যাং সদস্যদের সহিংসতা, জরুরি অবস্থা জারি

১০

চৌদ্দগ্রামে নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ায় ডা. তাহেরের নিন্দা ও প্রতিবাদ 

১১

ফেসবুকে ভাইরাল ছবি নিয়ে ক্ষুব্ধ হাসান মাসুদ

১২

স্বেচ্ছাসেবক দলে বহিষ্কারাদেশ প্রত্যাহার, একাধিক নেতা পুনর্বহাল

১৩

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

১৪

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৩ শিক্ষার্থী নিহত

১৫

বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫০ নেতাকর্মী

১৬

জাবির বরখাস্ত হওয়া নিয়ে যা বললেন এমবাপ্পে

১৭

পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকরের তারিখ চূড়ান্ত

১৮

সানওয়ে-জেজি হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

১৯

নতুন প্রজন্ম হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে : অর্থ উপদেষ্টা

২০
X