ভালুকা (ময়মনসিংহ) প্রতি‌নিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা ছাত্র ও কলেজছাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার বগাজান এলাকায় এক দুর্ঘটনা ঘটে। এ ছাড়া রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি ঢালীবাড়ি মোড় ও ভরাডোবা এলাকায় বাশার স্পিনিং মিলের সামনেও হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ারী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ছাত্র গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের জয়ারচর গ্রামের আবুল কালামের ছেলে মো. নাঈম ইসলাম (১৬), ভালুকা উপজেলার পাইলাব গ্রামের ফারুক খানের ছেলে মো. সানাউল্লাহ সজল (১৭) ও উপজেলার কাঠালী গ্রামের আ. ছাত্তার ঢালীর ছেলে মো. সায়েম ঢালী (১৫) নিহত হন।

অপরদিকে একই রাতে মহাসড়কে উপজেলার ভরাডোবা বাশার স্পিনিং মিলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার খাগাটি গ্রামের হেকিম মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫) নিহত হয়েছেন।

এছাড়াও সোমবার সকালে কলেজে যাওয়ার পথে ভরাডোবা ঘাটাইল সড়কে বগাজান নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশাকে ঘাটাইলগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে উপজেলার বান্দিয়া গ্রামের আব্দুল বাতেনের মেয়ে উথুরা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী নুসরাত জাহান (১৭) নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত আলহাজ হাতেম খাঁনের পরিচালিত ভালুকা জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যান। মোনাজাত শেষে সবাই একটি ট্রাকে করে ফিরছিলেন। ঘটনার রাতে উপজেলার হবিরবাড়ী ঢালিবাড়ী মোড় ইউটানের কাছাকাছি আসতেই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ছাত্র-শিক্ষকসহ অন্তত ৩০ জন আহত হন । আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প‌রে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার পরিচালক আলহাজ হাতেম খান জানান, টঙ্গী ইজতেমা থেকে মাদ্রাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার তিনজন শিক্ষার্থী মারা গেছেন। আহত হয়েছেন অনেকেই। তাদের মাঝে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ৫ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও ৩ জনকে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি তদন্ত মো. জাহাঙ্গীর আলম জানান, কলেজছাত্রীর লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালক পাবনা জেলার আতাইখোলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুমন মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

১০

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

১১

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১২

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১৩

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১৪

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৫

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

১৬

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১৭

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১৮

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১৯

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

২০
X