চুয়াডাঙ্গা ৬ বিজিবি ও ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ৮৪ বিএসএফ সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ বিজিবি জয়লাভ করেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভারতের ৮৪ বিএসএফের বিলাসীপাড়া ক্যাম্পের মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক সোমবার রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা হতে সাড়ে ৫টা পর্যন্ত (বাংলাদেশ সময়) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীন ঝাঁঝাঁডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১২১ হতে ৮০০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ৮৪ বিএসএফ ব্যাটালিয়নের বিলাসীপাড়া ক্যাম্পের মাঠে বিজিবি-বিএসএফ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে বিএসএফ রানারআপ এবং বিজিবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত প্রতিযোগিতায় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন, পিবিজিএম এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শাহ অনিল কুমার সিনহাসহ বিজিবি-বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উভয় দেশের খেলোয়াড় ও অন্যান্য সৈনিকরা। প্রীতি ফুটবল ম্যাচটি অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
মন্তব্য করুন